সুমন মল্লিক, ২০ জুলাই: উপযুক্ত তথ্য প্রমানের ভিত্তিতে এফআইআর করা যাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠলে তার সত্যতা প্রমান করার দায়িত্ব পুলিশের। সত্যতা প্রমান হলে তবেই গ্রহণযোগ্য হবে তার বিরুদ্ধে অভিযোগ। বৃহস্পতিবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ এক অন্তর্বর্তী কালীন নির্দেশে বলেন, বিরোধী দলনেতার নামে কোন রকম অভিযোগ উঠলে পুলিশ আগে তার সত্যতা প্রমান করবে। অভিযোগের সত্যতা প্রমান হলে তবেই এফআইআর গ্রহণ করা যাবে। তার জন্য কোর্টের অনুমতির প্রয়োজন নেই। কিন্তু তার বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নিতে হলে কোর্টের অনুমতি নিতে হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে শুভেন্দুর বিরুদ্ধে হয়ে চলা একের পর এক এফআইআরের জেরে বিরক্ত হয়ে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ তাকে রক্ষাকবচ দিয়ে বলেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে কোন এফআইআর করতে হলেও কোর্টের অনুমতি নিতে হবে। এবার সেই রক্ষাকবচে দাড়ি টানলো হাইকোর্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।