April 16, 2025
সাহিত্য

“অভিপ্রায় কানে কানে”

অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি, মুর্শিদাবাদ।

কুঁড়িতে গুঞ্জন শুরু, চলে কানাকানি,
ভ্রমরের আনাগোনা,প্রস্ফুটিত ফুলে,
মধুর সন্ধান মেলে,নাচে হেলে দুলে,
পিপাসা মেটায় ফুল,রঙে হাতছানি।

প্রজাপতি পাখা মেলে,তারে টানাটানি,
রঙবেরঙ্ পাখাতে,রামধেনু গুলে,
সাতরঙে রাঙা হয়ে, চেয়ে রয় ঝুলে,
খলনায়ক চরিত্রে, রূপে হানাহানি।

চিক্কন কেলে ভ্রমর,রঙ ছিটে ফোঁটা,
পাহাড় সম গতর,লক্ষ গোটা গোটা।

নীরবে দর্শনধারী, ফুলে প্রজাপতি,
কানে কানে অভিপ্রায়,প্রাণ খুলে বলে,
ভ্রমর কেলেপাহাড়, মন্দ মতিগতি,
দর্শনে গুণে সমৃদ্ধ,থাকি মধু ভুলে।

Related posts

Leave a Comment