নতুন দিল্লি: অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে নুতুন রহস্য উন্মোচন করলেন এক মহিলা। দিল্লির বাসিন্দা ওই মহিলা দাবি করেন, তাঁর স্বামী পরিচালক সতীশ কৌশিককে বিষাক্ত ঔষধ খাইয়ে খুন করেছে। মৃতের কাছ থেকে ধার নেওয়া ১৫ কোটি টাকা যাতে ফেরত দিতে না হয়, সেই জন্য এই খুন করেছেন তিনি। ওই মহিলা দিল্লির পুলিশ কমিশনারের দপ্তরে এব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন ।
জানা গিয়েছে, ওই মহিলার স্বামী দুবাইয়ে ব্যবসা বাড়ানোর জন্য সতীশ কৌশিকের কাছ থেকে ১৫ কোটি টাকা ধার নিয়েছিলেন । কিন্তু দীর্ঘদিন ধরে সেই ধারের টাকা শোধ করছিলেন না। এই জন্য অভিনেতা সতীশ কৌশিক টাকা ফেরত পাওয়ার জন্য বেশ কয়েকবার তাগাদা করেও ব্যর্থ হন। মহিলার দাবি যে অমূলক নয়, এমন ধারণা স্পষ্ট হচ্ছে তদন্তকারীদের কাছে। কারণ, মৃত্যুর আগে সতীশ কৌশিক যে ফার্ম হাউসে হোলির পার্টিতে অংশ নিয়েছিলেন, সেখানে বেশ কিছু সন্দেহজনক ওষুধ উদ্ধার হয়েছিল। ওই মহিলা আরও দাবি করেন গত বছর অগাস্ট মাসে তাদের বাড়িতে গিয়েছিলেন সতীশ কৌশিক। তখন তিনি ধারের টাকা ফেরত চেয়েছিলেন বলে জানান । পুলিশ ফার্ম হাউসের পার্টিতে অংশ নেওয়া ২৫ জনকে শীঘ্রই জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে ।
উল্লেখ্য ২০১৯ সালে মহিলার সঙ্গে বিবাহ হয় অভিযুক্ত ব্যক্তির। বিয়ের পর সতীশ কৌশিকের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয় তাঁর। তিনি অভিযোগ করেন, দিল্লির ফার্ম হাউসের ওই পার্টিতে আন্তর্জার্তিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ছেলেও উপস্থিত ছিলেন।
previous post
next post
