মুম্বই, ৩ মে : অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যু মামলায় অভিযুক্ত টিভি অভিনেতা শেজান খানের পাসপোর্ট জমা রেখেছিল পুলিশ। এবার সেই পাসপোর্ট ফেরতের অনুমতি দিল আদালত। তাঁকে আগামী ১০ জুলাই পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শেজান খান একটি টিভি সিরিয়ালের শুটিংয়ের জন্য তাঁর পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে তাঁর বিদেশ যাওয়ার অনুমতি দিল আদালত।
previous post