28 C
Kolkata
April 5, 2025
টিভি-ও-সিনেমা

অভিনেতা ও সাংসদ দেবের পরিবারে শোকের ছায়া

তনুশ্রী সেন, সংবাদ কলকাতা: একদিকে কলকাতা চলচ্চিত্র উৎসবের আনন্দে মেতে উঠেছে সিনেমাপ্রেমী থেকে গোটা টলিউড। এই মহোৎসবে এক ঝাঁক তারকাদের ভিড়। নন্দনের প্রেক্ষাগৃহগুলোতে চলছে একের পর এক বিখ্যাত ছবির প্রদর্শনী। ঠিক সেই মুহূর্তে দুঃখের খবরে ভারাক্রান্ত হলেন অভিনেতা দেব। গত শুক্রবার প্রয়াত হয়েছেন সাংসদ দেবের জ্যেঠু। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি বর্তমান প্রজন্মের প্রথম সারির বাংলা সিনেমার অভিনেতা। আর কিছু দিনের মধ্যে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও মিঠুনের প্রজাপতি। এরই মধ্যে শোকের ছায়া নেমে এলো দেবের পরিবারে।

এদিন রাতে মাত্র ৬৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন তারাপদ অধিকারী। গ্রামে তাঁর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তারাপদবাবু সম্পর্কে অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী ওরফে দেব-এর আপন জ্যেঠু। আদতে তিনি বামপন্থী মানুষ। দেব একাধিকবার নিজের দেশের বাড়িতে গিয়েছেন। এই দুঃসংবাদের কথা শুনতেই উৎসবের আনন্দ ছেড়ে তিনি গ্রামের বাড়িতে রওনা দেন। জ্যেঠুর শবযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। নিজের কাঁধে তুলে নেন জ্যেঠুর শব দেহের খাটিয়া। দেব জানান, শোকের সময় তিনি তাঁর পরিবারের সাথে ও পাশে থাকতে চান।

জানা গিয়েছে, এই সেজ জ্যেঠু তারাপদ অধিকারী একসময় মুম্বইতে থাকতেন। তাঁর হাত ধরেই মুম্বইয়ে পাড়ি দেন দীপক অধিকারীর বাবা গুরুপদ অধিকারী। সেজন্য দীপকের ছোটবেলা কাটে মুম্বইতে। সেখান থেকেই তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। দীপক অধিকারী এক সময় হয়ে ওঠেন জনপ্রিয় নায়ক দেব।

Related posts

Leave a Comment