23 C
Kolkata
December 23, 2024
সাহিত্য

অভয়া তিলোত্তমা

প্রতীকী চিত্র

শ্রী দিলীপ কুমার কীর্তনিয়া।

“””””””””””””””””
বিচার হবে, বিচার চাই,-
আমরা গেলাম ভুলে!
শীত খামটায় আটকে গলো,
রাখছে সবই তুলে!!
ভারতবর্ষ এর নাম ই তো
দিন রাত সব এক!
অন্ধকারে’র অন্যায় গুলো
পারিস যদি দেখ!
“””””””””””””””
কি হবে আর?এই তো জীবন,
স্বপ্ন গুলো শেষ!
নারী জন্ম এই দুনিয়ায়
কে বলেছে, বেশ!?!
মা’য়েরা সব গর্ভে যেন
আর ধরে না কন্যা!
এই দেশটিও”হোয়াং হো”
মাতৃ চোখে বন্যা!!
“””””””””””””””
পশুর চোখে লোভ লালসা
ছিল চির দিন ই!
তার শিকার শুধু নারী জাতি,
ইজ্জত পয়সা দিয়ে কিনি??

Related posts

Leave a Comment