29 C
Kolkata
August 2, 2025
কলকাতা

অবৈধ নির্মাণে বাধা দেওয়ায় মিলল না পুজোর অনুমতি, অভিযোগ

সংবাদ কলকাতা: চতুর্থীর দিন বিকেল বেলায় তাঁদের প্যান্ডেলে দুর্গার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দিল তিলোত্তমার সার্বজনীন পুজো কমিটির উদ্যোক্তারা। নিউটাউনের হাতিয়াড়ায় ঝাউতলার এই পুজো মহিলা পরিচালিত। উদ্যোক্তাদের অভিযোগ, ইকোপার্ক থানা থেকে তাদেরকে পুজো করার পারমিশন দেওয়া হয়নি। যদিও তারা অনলাইনে বিধাননগর কর্পোরেশন ও রাজ্য পলিউশন দপ্তরের থেকে পুজো করার অনুমতি পেয়েছে বলেই দাবি করেন। উদ্যোক্তাদের দাবি, তাঁরা এর আগে ছয় বছর ধরে এই পূজা করে আসছেন। তবে সপ্তমবর্ষে এসে তাঁরা ইকোপার্ক থানা থেকে পুজো করার অনুমতি পায়নি।

যদিও তাঁরা অনুমতি না পাওয়ার বিষয়টি জানতে পারেন তৃতীয়ার দিন। এর মধ্যে তাঁদের প্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে। এমনকি মন্ডপে দুর্গা প্রতিমাও আনা হয়ে গিয়েছে। তাই উদ্যোক্তারা জানিয়েছেন, তাঁরা অবৈধভাবে বিনা অনুমতিতে এই পূজা করতে রাজি নন। সেজন্য তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত কালো কাপড়ে দেবী দুর্গার মুখ ঢেকে রাখবেন। তাঁদের দাবি, তাঁদের এই পুজো এবছরে রাজনীতির শিকার। আর তাই পুলিশের কাছ থেকে অনুমতি মেলেনি তাঁদের। ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পুজো উদ্যোক্তারা। এমনকি প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডলের কুশপুতুল দাহ করেন পুজো উদ্যোক্তারা।

পুজো কমিটির সদস্যরা প্রকাশ্যে অভিযোগ করেন, মণ্ডপের পাশে একটি অবৈধ নির্মাণে বাধা দেওয়ায় এবার তাঁদের পুজোর পারমিশন আটকে দেওয়া হয়েছে। এজন্য শাসকদলকে কাঠগড়ায় তুলেছেন তাঁরা।

Related posts

Leave a Comment