ফাঁসিদেওয়া, ২৯ জুলাই: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক যুবককে হাতেনাতে ধরল গ্রামবাসীরা। ঘটনাটি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের ভিমাগঞ্জ গ্রামের। গতকাল এক যুবককে দিশাহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদেড় সন্দেহ হওয়ায় তাকে আটকে রাখে। খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে। পুলিশ এসে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারপরে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে জানতে পারে ওই যুবকের নাম মোঃ শরীফ হোসেন(28)। যুবকটি বাংলাদেশের কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বাসমঙ্গল গ্রামের বাসিন্দা। এরপরেই ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। তবে সেই যুবক কিভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে এবং এর পিছনে কারা জড়িত রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। তবে জানা যায় সাত দিন আগে সেই যুবক বাংলাদেশ থেকে ভারতে এসেছিল।
next post