সংবাদ কলকাতা: অবিশ্বাস্য হলেও সত্যি! দুজোড়া চটির দাম কোটি টাকারও বেশি! তাও আবার চামড়ার! কোনও ধাতুর বা অলঙ্কারে মোড়া চটি নয়। জানা গিয়েছে, চামড়ার দুজোড়া চটির নিলামে দাম উঠল ১.৭৭ কোটি টাকার বেশি। আর সেটি বিক্রিও হয়ে গেল। কিন্তু কী এমন ছিল সেই চটিতে যে এত দাম উঠল? তা শুনলে চমকে যাবেন। আর কেউ নয়, ওই চটি জোড়া যিনি ব্যবহার করতেন তাঁর নাম স্টিভ জোবস। যিনি প্রাক্তন অ্যাপেল কর্তা।
সম্প্রতি এক জনপ্রিয় নিলাম সংস্থার হাতে আসে স্টিভ জোবসের ব্যবহার করা এক জোড়া চটি। সেটি বিক্রি করতে নিলাম ডাকলে তার দাম ওঠে ২,১৮,৭৫০ ডলার। যা ভারতীয় মুদ্রায় দাম দাঁড়াচ্ছে ১.৭৭ কোটি টাকা।
উল্লেখ্য, এই চটি দুটি ৭০ দশকে ব্যবহার করতেন প্রাক্তন অ্যাপেল কর্তা। এতদিন সেই চটি জোড়া ছিল স্টিভ জোবসের ম্যানেজার মার্ক শেফের কাছে। যা নিলামে উঠতেই হইচই পড়ে যায় সারা বিশ্বে।
জানা গিয়েছে, ১৯৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ওই চটি জোড়া পরতেন স্টিভ। জার্মানির এক জনপ্রিয় চটি কোম্পানির জুতো পরতেই ভালোবাসতেন তিনি।
previous post