April 7, 2025
দেশ

অবশেষে শিন্ডে সরকারে যোগ দিলেন অজিত পাওয়ার

মুম্বই, ২ জুলাই: এন সি পি-তে ভাঙ্গন। আজ রবিবার ৪০ জন বিধায়ক নিয়ে মহারাষ্ট্রের বিজেপি-শিন্ডে সরকারে যোগ দিলেন বিরোধী দলনেতা অজিত পাওয়ার। তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। এই নিয়ে গত চার বছরে তিনি তিনবার উপমুখ্যমন্ত্রী হলেন। তাঁর সঙ্গে শপথ গ্রহণ করেছেন এনসিপির আরও আটজন বিধায়ক।

এদিন অজিত পাওয়ার শপথ গ্রহণের পর বলেন, “আজ আমরা মহারাষ্ট্র সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি এবং মন্ত্রী হিসাবে শপথও নিয়েছি। পরে পোর্টফোলিওগুলি নিয়ে আলোচনা হবে। জাতীয় স্তরে সমস্ত দিক বিবেচনা করে আমরা ভেবেছি যে, উন্নয়নের স্বার্থে আমাদের সমর্থন করা উচিত।”

এদিকে এই যোগদানের ফলে শিন্ডে সরকার আরও বেশি শক্তিশালী হল বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা ভোটের আগে হাত শক্ত হল এনডিএ-এর।

আজ অজিত পাওয়ারের সঙ্গে শপথ নেওয়া অন্যতম এনসিপি নেতা হলেন ছগন ভুজবাল। তিনি এক সময় শিবসেনাতেই ছিলেন। পরে বালাসাহেবের সঙ্গে তাঁর মতবিরোধ হয়। সেজন্য তিনি এনসিপিতে যোগ দেন। জানা গিয়েছে, উদ্ধব জমানাতেও মন্ত্রী ছিলেন বর্ষীয়ান নেতা ছগন ভুজবাল। এছাড়াও অজিত পাওয়ারের সঙ্গে আজ মন্ত্রী হয়েছেন এনসিপির হসান মুশরিফ, ধনঞ্জয় মুণ্ডে, দিলীপ ওয়াসলে পাতিল, ধর্মরাও বাবা আতরাম, অদিতিতটকরে, অনিল পাতিল, সঞ্জয় ভোঁসদে।

Related posts

Leave a Comment