33 C
Kolkata
August 2, 2025
দেশ

“অবশেষে ভোটারতালিকায় যৌনকর্মীদের নাম নথিভুক্ত হলো”

সামসিয়া হাই মাদ্রাসাতে সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় ১৫০ জন যৌনকর্মীদের ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্ত করা হয়। এদিন কর্মসূচিতে আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার ও এস ডি ও সহ অন্যান্যরা। এ বিষয়ে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল জানান, এই কর্মসূচি প্রত্যেক বছরই করা হয়। যারা ১৮ বছরের উর্ধ্বে বা যাদের ভোটার তালিকা ভুক্ত থেকে নাম বাদ পড়েছে তাদের জন্য এই কর্মসূচি করা হয়ে থাকে।

শুধু যৌনকর্মীরাই নয় তাদের পাশাপাশি তৃতীয় লিঙ্গ ও যারা গৃহহীন তাদের জন্য বিশেষ ক্যাম্প করে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত করা হয়। এ বিষয়ে যৌনকর্মীরা বলেন, তারা বহু বছর ধরে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার জন্য বহুবার চেষ্টা করেও হয়নি। তবে এবার তাদের নাম নথিভুক্ত হওয়ায় বেজায় খুশি তারা। তারা জানান, ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে হলে বিভিন্ন প্রমাণ পত্রের প্রয়োজন হয় যা এতদিন ধরে তাদের কাছে ছিল না। সে কারণেই দীর্ঘদিন ধরে তারা ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে পারছিল না। তবে সরকারের এই উদ্যোগে খুশি তারা।

Related posts

Leave a Comment