April 6, 2025
কলকাতা

অফিস টাইমে ব্যারাকপুরে রেল অবরোধ

সংবাদ কলকাতা: আজ সোমবার সকালে ব্যারাকপুর স্টেশনে অফিস টাইমে রেল অবরোধ। স্থানীয় নাগরিক মঞ্চের সদস্যদের এই অবরোধের দুর্ভোগে পড়েন নিত্য যাত্রীরা। বিপদজনক ফুট ওভারব্রীজ সংস্কারের দাবিতে সকাল সাড়ে ৮ টা থেকে এই অবরোধ শুরু হয়। অবরোধের জেরে আপ ও ডাউন লাইনের দুই দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। তাঁরা অনেক বুঝিয়েও অবরোধ তুলতে পারেন নি। বিক্ষোভকারীরা তাদের অবস্থানে অনড় থাকেন। এমনকি রেল কর্তৃপক্ষের সঙ্গে বচসা বেধে যায়।

এদিকে অফিস টাইমে অবরোধের জেরে ক্ষুব্ধ হন বহু যাত্রী। অবরোধকারীদের সঙ্গে যাত্রীদের মারামারিও বেধে যায়। তখন জিআরপি এসে পরিস্থিতি সামাল দেয়। বাধ্য হয়ে বহু যাত্রী সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা হন। অবশেষে রেল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের আশ্বাস দেন, আগামী দুই মাসের মধ্যেই ফুট ওভারব্রীজ তৈরি হয়ে যাবে। এবিষয়ে শিয়ালদহ ডিভিশনের সহকারী ইঞ্জিনিয়ার অবরোধকারীদের লিখিত আশ্বাস দেন। সেই লিখিত আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন ব্যারাকপুর নাগরিক মঞ্চের সদস্যরা। কিন্তু ততক্ষণে বাতিল হয়ে যায় বেশ কয়েকটি লোকাল ট্রেন। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লেগে যায়।

উল্লেখ্য, অবরোধকারীদের বক্তব্য অনুযায়ী, ২০২০ সালে আমফান ঝড়ে ব্যারাকপুর রেল স্টেশনের মাঝখানে থাকা ফুট ওভারব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর রেলের তরফ থেকে গোটা ফুট ওভারব্রিজটি নতুন করে তৈরির কথা বলে ভেঙে দেওয়া হয়। সেই প্রতিশ্রুতির পর দীর্ঘ ৩ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি বলে অভিযোগ অবরোধকারীদের। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে আটটা থেকে জয় নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা রেল লাইনে বসে অবরোধ শুরু করে।

Related posts

Leave a Comment