November 1, 2025
সাহিত্য

অপেক্ষা

শ্রী দিলীপ কুমার কীর্তনীয়া
“”””””””””””
জানি এ অপেক্ষা ধৈর্যহীণ হবে! নিশ্চলতা জীবন্ত হতে হতে
ওপারে সূর্য উঠবে আবার!
ততক্ষণে তুমি পৌছে যাবে
চন্দ্রপৃষ্ঠ থেকে অনেক দূরে!!
“”””””””
শীতলতায় ছুঁয়ে যাবে হয়তো
তোমার স্বপ্নমাখা আধুনিক
রক্তকরবী মুখখানা।!
তোমাকে আবার ছোঁবার শপথ নিয়ে থমকে দাঁড়িয়ে
থাকব উদাসী যন্ত্রনা নিয়ে!
“””””””””
অভুক্ত ঠোঁটে ঠোঁট রেখে
বলতে পারব দেখ–
আমি ঠিক তেমনি উপোসী
আজও তোমার প্রতীক্ষায়!!
নীরব চাওনি আচ্ছন্ন করে
থাকবে আমার সাহসী পুরুষ-
সত্ত্বা সেদিনও!!
“””””””””””
একটু একটু করে গিলছি
যেন, শেষ রাতের জীবন্ত
পশ্চিমা, সম্মুখ চাঁদের
সবখানি !!

ঠাকুর নগর নিবাসী সত্যেন
বিশ্বাস ও চাঁদ সৌজন্যে!!
(রবিবারের রানাঘাট লোকালে)!

Related posts

Leave a Comment