November 1, 2025
দেশ

অপরাধে যুক্ত ছিলেন কেজরিওয়াল, আদালতের পর্যবেক্ষণ

দিল্লি, ৯ এপ্রিল : আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই গ্রেপ্তারির বিরুদ্ধে দিল্লি আদালতে জামিনের আবেদন করেন আপ নেতা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে, আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল। আজ এই মামলার শুনানিতে ইডি-র পেশ করা তথ্যপ্রমাণের ভিত্তিতে দিল্লি আদালতের পর্যবেক্ষণ, আবগারি দুর্নীততে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর দলের নেতা, মন্ত্রী ও মদ ব্যবসায়ীদের সঙ্গে একটি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এবং কমপক্ষে ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন।

শুধু তাই নয়, ইডি-র তদন্ত অনুযায়ী, গোয়া বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আপ মোটা টাকা খরচ করেছিল। সবই এই ঘুষের টাকা বলে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ, অরবিন্দ কেজরিওয়াল যে অপরাধে যুক্ত ছিলেন, তার সমর্থনে ইডি উপযুক্ত তথ্যপ্রমাণ পেশ করেছে। অতএব এই গ্রেপ্তারিকে ফলে অবৈধ বলা যাবে না। ফলে আজ দিল্লি হাইকোর্টে তাঁর জামিন অধরাই থেকে গেল। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় আপ। এই রায়কে চ্যালেঞ্জ করে আপ সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত আবগারি দুর্নীতি মামলায় ৮বার সমন পাঠালেও তিনি ইডি-কে তদন্তে সহযোগিতা করেন নি। এজেন্সি দিয়ে তাঁকে গ্রেপ্তারির জন্য চেষ্টা করা হচ্ছে বলে কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন। এমনকি গ্রেপ্তারির পর তিনি সেই ষড়যন্ত্র তত্ত্বকেই খাড়া করে জামিনের জন্য আদালতের দ্বারস্থ হন। কিন্তু, আদালত দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদন খারিজ করে দিল।

Related posts

Leave a Comment