সুভাষ পাল, সংবাদ কলকাতা: সদ্য বিশ্বকাপ জিতেছে ভারতের অনূর্ধ ১৯ মহিলা ক্রিকেট দল। এই দলে ছিলেন বাংলার তিন ক্রিকেটার। এছাড়া একজন বোলিং কোচও ছিলেন বাংলার। তাঁদের অসামান্য কৃতিত্বে মুগ্ধ বাংলা তথা গোটা দেশ। এই দলে বাংলার তিন তরুণীর মধ্যে অন্যতম হলেন তিতাস সাধু ও হৃষিতা বোস। বিশ্বকাপ জয়ের পর আজ প্রথম তাঁরা বাংলায় ফিরেছেন।
আজ ফেরার পথে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হৃষিতা ও তিতাস। বিমান থেকে নেমে গাড়িতে ওঠার সময় তাঁকে সম্বর্ধনা জানাতে ভিড় জমান প্রচুর ক্রিকেটপ্রেমী মানুষ। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি হৃষিতাকে ফুলের স্তবক ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানান।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপবাবু বলেন, “তাঁরা দেশের কন্যা। আমি তাঁদের নিয়ে গর্বিত। আমি শেফালী ভার্মা এবং পুরো দলকে অভিনন্দন জানাই। বাংলার তিনজন খেলোয়াড় ও একজন বোলিং কোচ দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন এবং তাঁদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।”
previous post
next post
