বীরভূম, ৯ ডিসেম্বর: অনুব্রতের গড়ে ফের পাচারের পথে বাজেয়াপ্ত হল ৩০ কুইন্টাল অবৈধ কয়লা। দুবরাজপুর ব্লকের অন্তর্গত সদাইপুর থানার পুলিশ এই কয়লা উদ্ধার করেছে। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় এখানকার জামথলিয়া গ্রামের কাছে একটি নির্জন রাস্তায় ছয়টি অবৈধ কয়লা বোঝাই মোটর বাইক আটক করে সদাইপুর থানার পুলিশ। প্রতিটি মোটর বাইকে ৫ কুইন্টাল করে মোট ৩০ কুইন্টালের মতো কয়লা মজুুত ছিল। ওই ছয়টি মোটর বাইক সহ কয়লাগুলো বাজেয়াপ্ত করা হয়। যদিও পুলিশকে দেখে চম্পট দেয় ওই পাচারকারীরা। উল্লেখ্য, সম্প্রতি বীরভূম জেলা পুলিশ কয়লা পাচার রুখতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে।
previous post