23 C
Kolkata
December 26, 2024
রাজ্য

অনুব্রতর লটারি বিক্রেতার বাড়িতে সিবিআই হানা

সংবাদ কলকাতা, বীরভূম: অনুব্রত মন্ডলের লটারি কাণ্ডে এবার সিবিআই হানা লটারি বিক্রেতার বাড়িতে। জানা গিয়েছে, ওই লটারি বিক্রেতার নাম নূর আলি। তার বাড়ি বীরভূমের নানুর এলাকার বড় শিমুলিয়া গ্রামে। সম্প্রতি সিবিআই জানতে পেরেছে, অনুব্রত মণ্ডল এই লটারি বিক্রেতার কাছ থেকে এক কোটি টাকার লটারি কিনেছিলেন। ওই লটারি বিক্রেতার ব্যাঙ্ক একাউন্টের যাবতীয় নথি খতিয়ে দেখতে চায় সিবিআই। সেজন্য তার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী দল। আজ শান্তিনিকেতনের রতনকুঠিতে লটারি বিক্রেতা নূর আলিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই।

উল্লেখ্য, এর আগে ৬ সদস্যের সিবিআই আধিকারিকের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। সেই তদন্তের জন্য আজ ফের তলব করল।

Related posts

Leave a Comment