22 C
Kolkata
December 25, 2024
রাজ্য

অনুব্রতর দিল্লি যাত্রা আটকাল দুবরাজপুর আদালত

বীরভূম: অনুব্রতের দিল্লি যাত্রায় বাদ সাধলো দুবরাজপুর আদালত। মঙ্গলবার আসানসোল আদালত থেকে দুবরাজপুরে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। দুবরাজপুর আদালত ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় কেষ্টকে।

উল্লেখ্য, গত কয়েক বছর আগে অনুব্রত পুলিশের উপর বোম মারার নিদান দিয়েছিলেন দলীয় কর্মীদের। তারপরেই একজন পুলিশ কনস্টেবল খুন হন। তার পরিপ্রেক্ষিতে অনুব্রত সহ কয়েক জনের নামে অভিযোগ দায়ের করা হয় দুবরাজপুর থানায়। সেই মামলায় কয়েকজনকে বেকসুর খালাস করে দেওয়া হয়। কিন্তু সম্প্রতি আবার অভিযোগ দায়ের করা হয়েছে অনুব্রতের বিরুদ্ধে। সেই মামলার শুনানিতে এরূপ নির্দেশ দুবরাজপুর আদালতের। এই নির্দেশের ফলে অনুব্রতের দিল্লি যাত্রায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞ মহল মনে করছে, অনুব্রতর দিল্লি যাওয়া আটকাতে এইভাবে পুরনো মামলাকে সামনে আনা হয়েছে। এতে যেমন তার দিল্লি যাওয়া পিছিয়ে গেল, পাশাপাশি ইডি অফিসারদের পক্ষে কিছুটা জটিলতা সৃষ্টি হল।

Related posts

Leave a Comment