18 C
Kolkata
December 24, 2024
রাজ্য

অনুব্রতকে ১১ দিনের ইডি হেফাজত

সংবাদ কলকাতা: আজ ফের ইডি হেফাজতে দেওয়া হল অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় তাঁকে আরও ১১ দিনের হেফাজত দিয়েছে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত। এদিকে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল সহ ১২ জনকে নোটিস পাঠাল ইডি। অনুব্রতের এই ১১ দিনের হেফাজতের সময়সীমার মধ্যে তাঁদেরকে ইডি-র দিল্লির দপ্তরে হাজিরা দিতে হবে।

অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করা হবে মেয়ে সুকন্যাকেও। সেজন্যই তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও অনুব্রতর মুখোমুখি বসানো হবে সায়গল হোসেনকেও। যে ১২জনকে তলব করা হয়েছে, তাঁদের মধ্যে অনুব্রতর হিসাব রক্ষকও রয়েছেন। তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে গরু পাচারের মোটা টাকা গিয়েছে বলেও দাবি করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত গত দুই দিন অনুব্রতকে জেরা করেন ইডি-র একজন বাঙালি আধিকারিক। জেরার সময় তাঁর বয়ান ভিডিও রেকর্ড করা হয়। এছাড়া দুইজন রাইটার দিয়ে তাঁর জবানবন্দি বাংলা টাইপ করা হয়। সেই টাইপ করা জবাবে অনুব্রতর সই নেওয়া হয়। তেমনটায় জানা যাচ্ছে সূত্র মারফত।

অনুব্রতর সিনিয়র আইনজীবী মুদিত জৈন তাঁর সঙ্গে দেখা করেন। সঙ্গে আনা হয় এক মহিলা বাঙালি আইনজীবীকে। এদিন মুদিত জৈন অনুব্রতর হয়ে আদালতে সওয়াল করার সময় বলেন, গত তিন দিনে মাত্র দুই ঘন্টা জেরা করা হয়েছে। তা সত্ত্বেও কেন আবার হেফাজতে চাওয়া হচ্ছে? জবাবে ইডি-র আইনজীবী আদালতে সওয়াল করার সময় বলেন, হোলির ছুটির জন্য তদন্ত প্রক্রিয়া সেইভাবে এগোয়নি। তাছাড়া এই ধরণের তদন্ত সাধারণত ধীর গতিতে করা হয়। একটি বন্ধ ঘরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ইডি-র আইনজীবী আরও দাবি করেন, সায়গল হোসেনকে জেরা করে অনুব্রতর গরু পাচারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার তথ্য মিলেছে। তাছাড়া যে ১২ জনকে সমন পাঠানো হয়েছে, তাদেরকে অনুব্রতর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

Related posts

Leave a Comment