নয়াদিল্লি: দেশে কর্মসংস্থান নিয়ে বিরোধীদের কটাক্ষের মধ্যেই রোজগার মেলার আয়োজন করল কেন্দ্রের মোদী সরকার। মঙ্গলবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান করা হয়। নির্বাচিত ৭১ হাজার চাকরি প্রার্থীর হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। নির্বাচনের কারণে গুজরাট ও হিমাচল প্রদেশ বাদে দেশের ৪৫টি কেন্দ্রে এই নিয়োগপত্র বিলি করা হয়।
উল্লেখ্য, এর আগে ৭৫ হাজার নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল গত অক্টোবর মাসে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী কর্মযোগী প্রারম্ভ মডিউলের সূচনা করেন। বিভিন্ন সরকারি দপ্তরে এর মাধ্যমে অনলাইন ওরিয়েন্টেশন কোর্স করানো হবে সদ্য নিযুক্তদের। তাতে কর্মক্ষেত্রে নৈতিকতা ও ন্যায়পরায়ণতা, আদর্শ আচরণবিধি, মানবসম্পদ সংক্রান্ত নীতির পাঠ শেখাবে কেন্দ্র সরকার। সেই সঙ্গে, কর্মযোগী প্রারম্ভ মডিউল নতুন ওই কর্মীকে সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করবে।
previous post
next post