April 9, 2025
রাজ্য

অধীর চৌধুরীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

অধীর চৌধুরী বলেছেন মহ: সেলিম জিতবে। এই প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন, উনি কি নিজে জিতবেন? পরে মহ: সেলিমের উকালতি করবেন। আগে নিজে বহরমপুর জিতুক। নিজে জিতলে অনেক হবে। না হলে কংগ্রেস শূন্য হয়ে যাবে। প্রত্যেকদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে অধীর চৌধুরীকে কটাক্ষ করেন বর্ধমান-দূর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আগে খেলেছিলেন ক্রিকেট, এবার সকাল সকাল খেললেন ফুটবল। কয়েকটি গোল দিয়ে মঙ্গলবার বর্ধমান টাউন স্কুল মাঠে প্রাতঃভ্রমণ সারলেন দিলীপ বাবু। তারপর বাদামতলা এলাকায় যোগ দেন চা-চক্রে। সারলেন জনসংযোগ। উত্তরবঙ্গ ঝড়ের পর বলেছিলেন ‘বিজেপি ঝড়’ উঠবে। কিন্তু এবার তো সমালোচনার ঝড় উঠল। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঝড় হলেই টি.এম.সির পোয়া বারো। যা আসবে সেটাই ঝেড়ে ফাঁক করে দেবে ওরা।

ফুটবল মাঠে তো ভালোই গোল দিলেন। প্রশ্নের উত্তরে বলেন, আমি শট মারি, গোলও দিই। আমাদের টার্গেট একদম ফিক্সড হয়ে আছে।

Related posts

Leave a Comment