সংবাদ কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা। আজ সকাল সাড়ে নটা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই আধিকারিকরা বিধাননগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি জ্যাংড়াতে পৌঁছে যায় এবং সাড়ে নটা থেকে সিবিআই আধিকারিকরা তল্লাশী চালান দেবরাজের বাড়িতে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করেন দেবরাজকে।