সংবাদ কলকাতা: খুবই সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বুধবার সকালে ঘটল আরও এক আকস্মিক ঘটনা। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী। তাঁকে ফের রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সেই থেকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তখন ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল তাঁকে। প্রথমে চিকিৎসায় সাড়া দিলেও পরে শারীরিক অবস্থার চরম অবনতি হয়।
এদিকে ব্রেনের যেদিকে সার্জারি হয়েছিল, তার উলটো দিকে রক্ত ছোট ছোট দলা বেঁধে আছে। সোমবার রাতে স্ক্যানের রিপোর্ট হাতে আসতেই এই বিষয়টি জানা গিয়েছে। এই রক্তের দলাগুলি এতটাই সূক্ষ্ম যে, সেগুলি অপারেশন করা সম্ভব নয়। চিকিৎসকরা সেগুলো ওষুধের মাধ্যমে গলানোর চেষ্টা করছেন। কিন্তু বিশেষ ফল মেলেনি।
বন্ধু সব্যসাচী চৌধুরী সব সময় তাঁর সঙ্গে রয়েছেন। তিনি ঐন্দ্রিলার মঙ্গল কামনায় অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন। তাঁর আরোগ্য কামনায় শামিল হয়েছেন পরিবার, ইন্ডাস্ট্রির বন্ধু ও গুণমুগ্ধরা। ঐন্দ্রিলার জন্য প্রার্থনায় একজোট হয়েছে টলিউড।
previous post