দুর্গাপুর: ফের অণ্ডালের খনি এলাকায় ফাটল। বুধবার ঘটনাটি ঘটেছে অন্ডালের মধুসূদনপুরের একটি পরিত্যক্ত খনিতে। এই ফাটলকে কেন্দ্র করে ধসের আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়। আতঙ্কিত গ্রামবাসীরা। জানা গিয়েছে, ওই খনিটি ২০১৮ সাল থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি খনিতে জমা জল পাম্পের সাহায্যে বের করতেই আভ্যন্তরীণ চাপ কমে যায়। ফলে খনির বাইরের চাপে ভিতরের মাটি ধসা শুরু হয়। এই ঘটনায় গ্রামবাসীরা ইসিএল কর্তৃপক্ষের ওপর প্রবল ক্ষোভ প্রকাশ করেন।
আতঙ্কিত গ্রামবাসীরা ইসিএল-এর অস্থায়ী পাম্প হাউসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কারণ, দুই বছর আগে অণ্ডালের হরিশ্চন্দ্রপুরে একই ঘটনায় দুর্ভোগের শিকার হয়েছেন বহু গ্রামবাসী। সেখানেও একইভাবে খনি এলাকায় ফাটল দেখা দিতেই আতঙ্কে গ্রাম ছাড়তে হয়েছিল বহু মানুষকে। আশ্রয়হীন হয়ে পড়েন বহু গ্রামবাসী। কিন্তু, তাঁরা ইসিএল-এর কাছে বারবার পুনর্বাসনের আবেদন করেও কোনও সুরাহা মেলেনি। এবার ফের মধুসূদনপুরে ফাটল দেখা দেওয়ায় একই আতঙ্ক ও আশঙ্কায় ভুগছেন গ্রামবাসীরা। এর জেরে তাঁরা এদিন বিক্ষোভ দেখান। যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে।
previous post