সংবাদ কলকাতা: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তার নামেই এবার সূর্যের নিকটতম নক্ষত্রের নামকরণ। ভারতরত্ন বাজপেয়ীর জন্মবার্ষিকীতে এমনই ঘোষণা করল ঔরঙ্গাবাদের বিজেপি সভাপতি শিরীষ বোরালকর।
ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রি সার্টিফিকেট এর তরফে জানানো হয়েছে, “ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রিতে ২০২২ সালের ২৫ ডিসেম্বর একটি নক্ষত্র নথিভুক্ত করা হয়েছে। নক্ষত্রটির কো-অর্ডিনেট ১৪ ০৫ ২৫.৩ – ৬০ ২৮ ৪১.৯। নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে অটল বিহারী বাজপেয়ী জি।” রেজিস্ট্রেশন নম্বর CX16408US,পৃথিবী থেকে এই তারার দূরত্ব ৩৯২.০১ আলোকবর্ষ।
১৯৯৬ সালে ১৩ দিনের সরকার। এরপর ১৯৯৮ থেকে ১৯৯৯ পর্যন্ত ১৩ মাসের সরকার। ফের লোকসভা নির্বাচন। এরপর ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত ৫ বছর ভারতের প্রধানমন্ত্রীর পদে ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ১৬ আগস্ট, ২০১৮ সালে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও এবিষয়ে ভিন্ন মত আছে, সরকারি হিসেব অনুযায়ী ১৬ মে ১৯৯৬ থেকে পয়লা জুন ১৯৯৬ পর্যন্ত; এবং ১৯ মার্চ ১৯৯৮ থেকে ২২ মে ২০০৪ পর্যন্ত, দুই দফায় ভারতের প্রধানমন্ত্রীর পদে ছিলেন অটল বিহারী বাজপেয়ী।
তারপর নরেন্দ্র মোদী সরকার বাজপেয়ীর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ২৫ ডিসেম্বরকে গুড গভর্নেন্স ডে বা সুশাসন দিবস হিসেবে পালন করে আসছে। কিন্তু এবার তাঁর জন্মবার্ষিকীতে ঘোষণা করা হল, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে সূর্যের নিকটতম নক্ষত্রের নামকরণ করা হয়েছে।
এক্ষেত্রে উল্লেখ্য, এই জাতীয় নামকরণগুলি প্রতীকী। এগুলি অনেকটা উৎসর্গ করার মতো। তবে জ্যোতির্বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে এই নাম ব্যবহৃত হয় না।
previous post