33 C
Kolkata
April 14, 2025
জেলা

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়

কাকদ্বীপ, ১৩ আগস্ট: রবিবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাকদ্বীপ বিধানসভার বটতলা গণেশ নগর এলাকায় । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের বটতলা গণেশ নগর এলাকার নদীর চরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বটতলা গণেশ নগর এলাকায়। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। এর পাশাপাশি কাকদ্বীপ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার দায়ের করে তদন্ত শুরু করেছে।

Related posts

Leave a Comment