নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহানগরে অবাধে চলছে ‘ছাদ-বিক্রি’! বেআইনি রুফটপ রেস্তোরাঁয় কড়া কলকাতা পুরসভা। ‘আইনি কাগজপত্র না থাকলে ভেঙে ফেলা হবে’, জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। কোন বহুতলের ছাদ দখল হয়ে গিয়েছে? বিক্রি কিংবা ভাড়া দেওয়া হয়েছে? পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগকে খতিয়ে দেখার নির্দেশ দিলেন। কলকাতায় অলিগলিতে এখন বহুতল। চড়া দামে বিকোচ্ছে ফ্ল্যাট। এমনকী, খালি নেই বহুতলের ছাদগুলিও! রুফটপে রমরমিয়ে চলছে রেস্তোরাঁ, বার, এমনকী, হুক্কা বারও। কিন্ত ট্যাক্স নেওয়া তো দূর, পুরসভার কাছে কোনও তথ্য নেই।
সূত্রের খবর তেমনই। মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা ছাদ রাখি এই কারণে যে, যদি নিচে আগুন ধরে, তাহলে লোক গিয়ে ছাদে থাকে। দমকল সিঁড়ি ছাদ থেকে তাঁদের উদ্ধার করে। এখন সেই ছাদগুলি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য ছাদ বিক্রির প্রবণতা বেড়ে গিয়েছে। সব রেস্তোরাঁ, ডিস্কো, হুকা বার সব ছাদে হচ্ছে। ছাদের সেজন্য আগুন ধরছে’। জানান, আমরা বলেছি, কত কত কোথায় আছে! সার্ভে করে অবিলম্বে সেগুলিতে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করার জন্য’।এদিকে সম্প্রতি দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে কলকাতায়। কোথায়? পার্কস্ট্রিটে এক ভবনে আর কসবার অ্যাক্রোপলিস মলে। সূত্রের খবর, দুটি ঘটনাতেই পুরসভাকে রিপোর্ট দিয়ে দমকল জানিয়েছেন, ছাদগুলি দখল হয়ে গিয়েছিল। সেকারণে আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। বস্তুত, পার্কস্ট্রিটের স্টিফেন কোর্টে যখন আগুন লেগেছিল, তখনও একই সমস্যা হয়েছিল।