কোচবিহার: অক্সিজেন সিলিন্ডারের যন্ত্রাংশ ফেটে আতঙ্ক ছড়াল তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। ঘটনায় এতটাই হৈচৈ পড়ে যায়, ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। জানা যায়, মঙ্গলবার দুপুরে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে মহিলা ওয়ার্ডে লাইলী বিবির মেয়ে শ্বাসকষ্ট রোগের কারণে ভর্তি রয়েছে। তাঁকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। হঠাৎ করেই সেই অক্সিজেনের যন্ত্রাংশ ফেটে বিকট শব্দ হয়। সেই বিকট শব্দে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সমস্ত রোগীরা মহিলা ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন। ছুটোছুটি শুরু হয় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও তুফানগঞ্জ থানার পুলিশ। যদিও পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হওয়ার পর আবারও রোগীরা হাসপাতালে প্রবেশ করে। হাসপাতালের সুপার জানান, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। অক্সিজেনের ময়শ্চারাইজার কিট কোনও কারণে ফেটে গিয়েছে। তার থেকেই বিকট শব্দ হয় এবং রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।