31 C
Kolkata
August 1, 2025
সাহিত্য

অকপট


মহুয়া ব্যানার্জী

হাতের ওপর হাত রেখোনা,
হাত ধরে থাকা সহজ নয়!
কথার ভাঁজে আটকে থাকা
আলগা দুখের হালকা মাটি
সরিয়ে ফেলে সুখ ফোটানো সহজ নয়।
মনকেমনের ভেজা গোলাপ
বইয়ের ভাঁজে গোপন আলাপ
ছেড়ে যাওয়া ফাঁকা স্টেশন
আলগোছে তার বিষাদ মুছে, সব
ভুলিয়ে দিতে পারা সহজ নয়!
হাতের ওপর হাত রাখলেই,
একটু হাসি গল্প হলেই
চোখের গভীর দৃষ্টিপাতে মনের
অতল তল পাওয়া যে সহজ নয়!
ঠিক তেমনই ,বন্ধু হওয়া সহজ নয়।

Related posts

Leave a Comment