নতুন দিল্লি, ৭ জুলাই : ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা নতুন মোড় নিল। উল্লেখ্য, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি তিনি পুনর্নিয়োগের জন্য প্রক্রিয়াকরণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য শিক্ষা দফতর। আজ সেই মামলার শুনানিতে স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। ফলে ৩২ হাজার শিক্ষকের চাকরি এখনই যাচ্ছে না। আপাতত তারা চাকরিতে বহাল থাকছেন।
previous post