প্রিয়াশ্রী খাঙ্গার, ৫ ডিসেম্বর: ২০২৬ সালে বিশ্বকাপের আসর বসতে চলছে আমেরিকা ,কানাডা, মেক্সিকোতে। এবার থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৪৮টি দল। ম্যাচের সংখ্যা বেড়ে যাবে ১০৪টি। ৪৮টি দল ১২টি অথবা ১৬ টি গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে ৩২টি দল রাউন্ড অফ ৩২-এ কোয়ালিফাই করবে। ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটা গ্রুপ থেকে দুটি করে দল রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করবে। 
কাতার বিশ্বকাপে যত সংখ্যক খেলা হচ্ছে, আগামী বিশ্বকাপ থেকে আরও অতিরিক্ত ৪০টি খেলা যুক্ত হবে। আরও একটি বিষয় হল, বর্তমানে নক আউট পর্বে টাই ব্রেকার হয়। আগামীবার থেকে গ্ৰুপ পর্যায় থেকেই ম্যাচের নিষ্পত্তি না হলে টাই ব্রেকার অনুষ্ঠিত হবে।
							previous post
						
						
					
							next post
						
						
					