সংবাদ কলকাতা: আগামী ১৯ জুলাই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। রাজ্যের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরি হওয়ার জন্য ১৯ জুলাই থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। সেজন্য উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত হবে পরের দিন অর্থাৎ শনিবার থেকে। তবে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই দুই দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী শুক্রবার যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে, সেটিও প্রথমে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে হবে। আগের নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা সংলগ্ন এলাকায় অবস্থান করে ওড়িশা হয়ে মধ্য ভারতের দিকে চলে গিয়েছে। তাই দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। ওই নিম্নচাপটির জন্য ওড়িশা অনেক বেশি বৃষ্টি পেয়েছে। এবারে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার গতিপ্রকৃতির ব্যাপারে এদিন পর্যন্ত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কিছু জানায়নি।
তবে এটির প্রভাবে দক্ষিণবঙ্গ এবং ওড়িশায় বৃষ্টির মাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের যে নিম্নচাপটির জন্য গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে কিছু অংশে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছিল, সেটি ওড়িশা হয়ে মধ্য ভারতের দিকে চলে গিয়েছে। তাই এর প্রভাব আর দক্ষিণবঙ্গে নেই।
জানা গিয়েছে, শনিবার বৃষ্টি কিছুটা বাড়বে। ওইদিন দক্ষিণবঙ্গে ‘ফেয়ারলি ওয়াইড স্প্রেড’ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সময়ে দক্ষিণবঙ্গে ‘ওয়াইড স্প্রেড’ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। উল্লেখ্য, ৭৬ থেকে ১০০ শতাংশ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে ‘ওয়াইড স্প্রেড’ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। ৫১ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে ‘ফেয়ারলি ওয়াইড স্প্রেড’ বৃষ্টির পূর্বাভাস জারি করে আবহাওয়া দপ্তর।