November 1, 2025
কলকাতা

১৮ টাকা বাড়ল গ্যাসের দাম

কলকাতা, ১ ফেব্রুয়ারি: সামনেই লোকসভা ভোট। তার আগেই বাড়ল জ্বালানি গ্যাসের দাম। বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে এই দাম বর্ধিত হয়েছে। এক্ষেত্রে সিলিন্ডার পিছু ১৮ টাকা দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার। ফলে আজ, ১ ফেব্রুয়ারি থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের বর্ধিত মূল্য দাঁড়াচ্ছে ১ হাজার ৮৮৭ টাকা। তবে বাড়ির রান্নার গ্যাসের দাম একই রয়েছে। তিলোত্তমা কলকাতায় ১৪.২ কেজি গৃহস্থালি রান্নার গ্যাসের দাম ৯২৯ টাকা। তবে ভোটের ঠিক আগে রান্নার গ্যাসের দাম কিছুটা কমিয়ে জনসাধারণকে তাৎক্ষণিক স্বস্তি দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment