নতুন দিল্লি, ২ মার্চ: বিজেপি-র প্রথম প্রার্থী তালিকায় যাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তাঁদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শনিবার এই তিনি আশা প্রকাশ করেছেন যে, আসন্ন লোকসভা ১৪০ কোটি ভারতবাসী তাঁদেরকে আশীর্বাদ করবেন।
মোদি বলেন, “আমাদের দল কিছু আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাকিগুলো আগামী দিনে ঘোষণা করবে। যাঁরা আমাদের পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, আমি তাঁদের সবাইকে অভিনন্দন জানাই এবং তাঁদের মঙ্গল কামনা করি।”
প্রধানমন্ত্রী বলেন, তাঁর দল সুশাসনের ট্র্যাক রেকর্ডের ভিত্তিতে জনগণের কাছে যাচ্ছে।
previous post