32 C
Kolkata
April 19, 2025
কলকাতা

স্টিফেন কোর্টের একাংশ ভেঙে পড়ল, জখম ১

সংবাদ কলকাতা, ৩ সেপ্টেম্বর: পার্কস্ট্রিটে স্টিফেন কোর্টের একাংশ ভেঙে পড়ল। আজ রবিবার সকাল ৭টায় এই ইমারতের রাস্তার দিকের অংশের চাঙড় খসে পড়তে শুরু করে। সাত সকালে বিল্ডিংয়ের বাইরের দিকের উপরের অংশের চাই ভেঙে রাস্তার ওপর পড়ে জখম হন এক ব্যক্তি। জানা গিয়েছে, এদিন ঘটনার সময় মনোজ রমনি নামক একজন ব্যক্তি কোর্টের ভিতর থেকে বাইরের দিকে আসছিলেন। সেই সময় তাঁর মাথার ওপর এই চাই ভেঙে পড়ে। তাঁর মাথা ফেটে যায়। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, ১৯১৯ সালে ব্রিটিশ আমলে স্থাপিত হয় এই স্টিফেন কোর্ট। গত ২০১০ সালের মার্চ মাসে ঐতিহাসিক এই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় বহু ব্যক্তির। আগুনের লেলিহান শিক্ষা থেকে প্রাণ বাঁচাতে এই বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দেন অনেকে। তাঁদের অনেকে জখম হন, অনেকের মৃত্যু হয়। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিল্ডিংয়ের গাঁথনি ভঙ্গুর হয়ে গেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। সেজন্য এই চাঙড় খসে পড়ার ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Related posts

Leave a Comment