24 C
Kolkata
April 17, 2025
রাজ্য

স্কুলে অবৈধভাবে নিযুক্ত ১৬৯৮ জন গ্ৰুপ ডি কর্মীকে নোটিশ ধরানো শুরু করল শিক্ষা দপ্তর

সুমন মল্লিক, সংবাদ কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে বিভিন্ন স্কুলে নিয়োগ হওয়া ১৬৯৮ জন ডি গ্রুপ কর্মীকে নোটিশ ধরানোর কাজ শুরু করল স্কুল শিক্ষা দপ্তর। কাজটি শুরু করেছেন শিক্ষা দপ্তরের কমিশনার শুভ্র চক্রবর্তী।

উল্লেখ্য, বিভিন্ন স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় হাইকোর্ট। সেই তদন্তে ১৬৯৮ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে শক্ত পোক্ত প্রমাণ কোর্টের হাতে তুলে দিয়েছে সিবিআই। হাইকোর্টের নির্দেশ মতো উক্ত ১৬৯৮ জনকে বরখাস্ত করে নতুন করে নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। বলা হয়েছে, স্কুল শিক্ষা দপ্তরকে দায়িত্ব নিয়ে ১৬৯৮ জনকে নোটিশ দিতে হবে।

পাশাপাশি, নোটিশে মামলার রায়ের কপি দিতে হবে। সেই মতো কাজ শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের তরফে প্রতিটি জেলার ডিআই-কে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মতো চলতি সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছে।

Related posts

Leave a Comment