সংবাদ কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আকস্মিক ভিজিট ইডি-র। গতকাল বিকেলে আচমকা সুজয়কৃষ্ণকে দেখতে হাসপাতালে পৌঁছে যান ৩ ইডি আধিকারিক। কেবিনে গিয়ে দেখা করেন সুজয়কৃষ্ণের সঙ্গে। সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি হাসপাতাল কর্তপক্ষের কাছে চাইল ইডি। আগস্ট মাসে বাইপাস সার্জারির পর জেলে ফেরার সঙ্গে সঙ্গে বুকে ব্যথা শুরু হয়েছিল তাঁর। সেই দিনই তাঁকে ভর্তি করা হয় SSKM-এ। তারপর থেকে টানা ভর্তি রয়েছেন তিনি। যার ফলে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের খবর, সেই সব নথি নিয়ে আলাদাভাবে চিকিৎসকের পরামর্শ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
							previous post
						
						
					
							next post
						
						
					