কলকাতাসর্ষে চাষে মাথায় হাত, বৃষ্টিতে রাজারহাটে ব্যাপক ক্ষতিগ্রস্ত চাষিরা by aparnapalsenFebruary 16, 2024February 16, 20240218 Share0 ফলনের মুখেই অকাল বৃষ্টি। জানুয়ারি মাসে কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত সর্ষে চাষ। ফলে রাজারহাটের বিস্তীর্ণ অঞ্চলের কৃষকদের মাথায় হাত পড়ল।