31 C
Kolkata
August 2, 2025
কলকাতা

সম্প্রীতি উড়ালপুলে মাঞ্জা সুতোয় আর গলা কাটবে না

সংবাদ কলকাতা: জিনজিরা বাজার থেকে বাটা মোড় পর্যন্ত সম্প্রীতি উড়ালপুল। এখানে চায়না মানজা সুতোয় প্রায়ই দুর্ঘটনা ঘটতো। সেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া এবং এই ব্যারিগেটের ফলে বাঁ দিক বা ডান দিকের কোনও গাড়ি উল্টে নিচে পড়ে যাবে না। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েক মাস আগে মহেশতলার কাউন্সিলর গোপাল সাহা। নিজের ব্যক্তিগত উদ্যোগে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখে পাঠান। সাংসদ অভিষেক তাঁরই আবেদনে সাড়া দিয়ে, আজ জিঞ্জিরা বাজার থেকে মহেশতলা পর্যন্ত সম্প্রীতি উড়ালপুলের পাঁচ থেকে ছয় ফুট হাইটে লোহার ব্যারিকেড করে রাস্তার দুপাশে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। সাংসদের এই মহৎ উদ্যোগে স্থানীয় কাউন্সিলর গোপাল সাহা জানিয়েছেন, কয়েকমাস আগে তিনি চিঠি লিখে বিষয়টি ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন। তাতে কিছু মানুষ তাঁকে বলেছিলেন, চিঠি লিখলে কি কোনও কিছু ফল হয় না। গোপাল সাহা বলেন, তিনি বিশ্বাস করেন মানুষের কাজ করার জন্য তিনি প্রতিনিধি হয়েছেন।

Related posts

Leave a Comment