April 16, 2025
কলকাতা

শ্যামবাজার বরফের গালিচা, হলুদ ট্যাক্সির উপর বরফের আস্তরণ

সংবাদ কলকাতা: ডিসেম্বরে মহানগরী একেবারে শীতের আমেজ পাইনি। তবে নতুন বছরের জানুয়ারি মাস পড়তেই কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১২.৭। বৃহস্পতিবার দিন সকালে নেট পাড়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ভিক্টোরিয়ার নিচে গঙ্গার বুকে বরফের চাই। শ্যামবাজার যেন বরফের গালিচা। হলুদ ট্যাক্সির উপর বরফের আস্তরণ পড়ে রয়েছে। এই ছবিগুলো রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তবে এগুলি ছবি ছাড়া কিছুই নয়। দুর্দান্ত ছবিগুলি দেখে অনেকেই প্রশংসা করেছেন।

বরফ না পড়লেও কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা। অনেকেই বলছেন, আজ স্নান করলে সাহসিকতার পরিচয় মিলবে। এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা নিচে নেমে গেছে। সামনে পৌষ সংক্রান্তি। অনুমান করা হচ্ছে, আরও ঠান্ডা পড়বে মহানগরীতে।

Related posts

Leave a Comment