23 C
Kolkata
April 19, 2025
রাজ্য

শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ দিলেন নলহাটির তৃণমূল নেতা বিপ্লব ওঝা

বীরভূম: দলে তাঁর গ্রহণযোগ্যতা নেই। এমনই অভিযোগ তুলে এবার তৃণমূল ছাড়লেন নলহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব ওঝা। মঙ্গলবার নলহাটিতে শুভেন্দু অধিকারীর সভায় তিনি বিজেপির পতাকা তুলে নিয়ে বলেন, তৃণমূলে থেকে তিনি ঠিকমতো কাজ করতে পারছিলেন না।
জানা গিয়েছে, ২০০৯ সালে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১২ সালে তিনি নলহাটি পৌরসভার পৌরপ্রধানের পদ দখল করেন। ২০১৩ সালে নলহাটির বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেন বিপ্লব বাবু। কিন্তু হেরে যান। যা থেকে প্রমাণ হয়, মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা কমেছে।

পরে তাঁকে বীরভূমের জেলা সভাপতি করা হয়। তৃণমূলের তরফে অভিযোগ, বর্তমানে দল তাঁকে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বহাল রেখেছে। তা সত্ত্বেও মনে হয়েছে দল যোগ্য সম্মান দেয়নি।
বিপ্লবের পদত্যাগ ও বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুধুমাত্র ক্ষমতার লোভে তিনি ফুল বদল করেছেন।

Related posts

Leave a Comment