দিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে দেশ জুড়ে ব্যাপক সাফল্য পেতে চলেছে বিজেপি। এমনই সম্ভবনার কথা শোনালেন কুশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন পশ্চিমবঙ্গ ওড়িশা ও তেলেঙ্গানা সহ দক্ষিণ পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক সাফল্য পাবে গেরুয়া শিবির। গত ৭ এপ্রিল রবিবার,সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে আইপ্যাকের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর দাবি করেন, পশ্চিমবঙ্গ, ও ওড়িশাতে বিজেপি এক নম্বর স্থান দখল করতে পারে। আর তেলেঙ্গানাতে প্রথম অথবা দ্বিতীয় স্থান দখল করবে বিজেপি। শুধু তাই নয়, তামিলনাড়ু ও কর্ণাটকেও ভালো ফল করবে মোদী ও শাহের গেরুয়া বাহিনী। এমনকি তামিলনাড়ুতে দুই ডিজিটের আসন পাওয়ার ও সম্ভাবনা রয়েছে। এইসব রাজ্যে বিজেপির শক্তি না থাকা স্বত্বেও ভালো ফল করবে। সেইসঙ্গে উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির পুরোনো গড়ে আসন সংখ্যা একই থাকবে। এইসব এলাকায় মোদী ও অমিত শাহের ঘন ঘন সফর মানুষের মন জয় করে নিয়েছে।
previous post
next post