তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুায় মৈত্রর হয়ে প্রচার করেই লোকসভার ময়দানে অবতীর্ণ হতে চলেছেন।তাঁর কৃষ্ণনগরের ধুলিয়ানে আগামিকাল, রবিবার প্রচার সভা রয়েছে। ইডি সম্প্রতি মহুয়া মৈত্রর কলকাতার বাড়ি সহ পার্টি অফিসেও তল্লাশি চালায়। এথিক্স কমিটি এর আগে টাকার বদলে সংসদে প্রশ্ন মামলায় নামমাত্র তদন্ত করে তাঁর সাংসদ পদ বাতিলের সুপারিশ করে। সেই হিসাবে মহুয়া আর সাংসদ নন। কিন্তু প্রথম থেকেই তৃণমূল নেত্রী মহুয়ার পাশে দাঁড়িয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিন আগেই ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করে সাহস যোগান। দফাভিত্তিক প্রচার শুরু করবেন তিনি এরপর ৪ এপ্রিল থেকে। উত্তরবঙ্গে ৪ থেকে ৬ এপ্রিল, তিন দিনে মোট ৬টি সভা করবেন তিনি।
							previous post
						
						
					