32 C
Kolkata
April 19, 2025
দেশ

লাদাখে চিনের আগ্রাসন কড়া প্রতিবাদ ভারতের

লাদাখ নিয়ে ফের সংঘাত ভারত-চিনের। কিন্তু সম্প্রতি লাদাখের কিছু অংশ নিয়ে ২ নতুন প্রদেশ তৈরি করছে চিন। এনিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বেআইনি ভাবে চিনা দখলদারিকে কোনও ভাবেও মেনে নেওয়া হবে না। গত বছরের অক্টোবর মাসেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দুদেশের মধ্যে। তারপর থেকে অচলাবস্থা কাটিয়ে দু’দেশের সম্পর্কের উন্নতি হতে শুরু করেছিলো। কিন্তু ফের নিয়ন্ত্রণ রেখা নিয়ে অশান্তি শুরু হলো।

৪ বছর পর লাদাখ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো ভারত ও চিন। গত বছরের অক্টোবর মাসে কেন্দ্র ও বিদেশমন্ত্রক জানায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। ফৌজ সরিয়ে নিয়েছে বেজিংও। এই উপলক্ষ্যে দীপাবলিতে মিষ্টি বিনিময়ও করে দুদেশের সেনাবাহিনী। কিন্তু সেই আলোচনা বা চুক্তি যে পুরোপুরি ব্যর্থ তা প্রমাণ হয়ে গেল চিনের গাজোয়ারিতে।

বিতর্কের সূত্রপাত হয়েছিলো গত ২৭ ডিসেম্বর। চিনের সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছিলো উত্তর-পশ্চিম চিনে দু’টি নতুন প্রদেশ হেয়ান এবং হেকাং তৈরি করা হয়েছে। চিনা কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিলও এই দু’টি নতুন প্রদেশে অনুমোদন দিয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু এই অঞ্চলগুলোর বেশ কিছুটা ভারতের লাদাখের অংশ। স্বাভাবিকভাবে এই খবর আসতেই রীতিমত ক্ষোভে ফুঁসছে দিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি বলেছেন, ‘ওই তথাকথিত প্রদেশগুলির একটি অংশ লাদাখের মধ্যে পড়ছে। ভারতীয় ভূখণ্ডে বেআইনি ভাবে চিনা দখলদারি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।’ তিনি আরও বলেন, ‘নতুন প্রদেশ তৈরির ফলে ওই অঞ্চলে আমাদের সার্বভৌমত্বের উপর কোনো প্রভাব পড়বে না। চিনের অবৈধ ভাবে কিংবা জোর করে দখল করাকেও বৈধতা দেওয়া হবে না। আমরা কূটনৈতিক স্তরে চিনকে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছি।’

Related posts

Leave a Comment