April 19, 2025
দেশ

রেশন দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে নাম ব্যবসায়ী বিশ্বজিৎ বসুর

নিজস্ব প্রতিনিধি— রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির তৃতীয় চার্জশিটে নাম থাকতে চলেছে ব্যবসায়ী বিশ্বজিৎ বসুর৷ অভিযোগ ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রেশন বন্টন দুর্নীতি মামলায় নগদ ৩৫০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বিশ্বজিতের মাধ্যমে৷ এই মামলার চার্জশিটে এই বিষয়টি উল্লেখ থাকতে চলেছে৷ ইডি সূত্রে দাবি করা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের এজেন্ট মারফত বিশ্বজিৎ বসুর কাছে টাকা পৌঁছে যেত ৷ অভিযোগ, হাওলার মাধ্যমে সেই টাকা বিদেশে পাচার করা হত৷ বিশ্বজিৎ বসুর একাধিক ব্যবসার হদিশ পেয়েছে ইডি ৷ যার মধ্যে রয়েছে সোনার ব্যবসাও৷ সেই সমস্ত বিষয়ের উল্লেখ করা থাকবে ইডির তৃতীয় চার্জশিটে৷
প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমানের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিয়েছে ইডি৷ সেই চার্জশিটে প্রায় ২০ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি মামলায় বিদেশে প্রচার করা হয়েছে বলে দাবি করা হয়েছে৷ ইডির দাবি সেই টাকা শংকর আঢ্যর মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে৷ এরপর গ্রেফতার করা হয় শংকরকেও৷ শঙ্করের নামও দ্বিতীয় চার্জশিটে উল্লেখ করেছে ইডি৷ এবার তৃতীয় চার্জশিটে নাম থাকতে চলেছে বিশ্বজিৎ বসুর৷ কেন্দ্রীয় এজেন্সির দাবি বিশ্বজিৎ পাঁচ শতাংশ কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতি টাকা বিদেশে পাচারের কাজ করতেন৷ ইডির অভিযোগ, এজেন্ট মারফত জ্যোতিপ্রিয়র রেশন দুর্নীতির নগদ টাকা যখন এই ব্যবসায়ীর কাছে পৌঁছাতো, এরপর তিনি ওই টাকা হাওলার মাধ্যমে বিদেশে পাঠিয়ে দিতেন৷

Related posts

Leave a Comment