সংবাদ কলকাতা, ৩১ মে: ঘূর্ণিঝড় রেমালের রেশ কাটতেই শুরু হয়েছিল ভ্যাপসা গরম। গত দুই দিনের গরমে নাজেহাল রাজ্যবাসী। অফিসে বা কাজে যাওয়ার পথে ঘেমে নেয়ে ভিজে একাকার হয়ে যাচ্ছে পোশাক। আর সেই ঘাম শরীরে বসে চরম অস্বস্তি! সেই অস্বস্তি থেকে মিলতে চলেছে মুক্তি। আজ দেশের মূল ভূখণ্ডে ঢুকেছে বর্ষা। আর তারপরেই মাঝরাতে স্বস্তির বৃষ্টি নামল শহর কলকাতা ও শহরতলিতে।
ইতিমধ্যেই ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়েছে মফস্বলগুলিতে। বৃষ্টি নেমেছে ডানলপ, বরাহনগর, দমদম পার্ক, শ্যামবাজার, বেহালা, বাগুইআটি, এন্টালি, বিধাননগর, কালিকাপুর, সল্টলেক, নিউ টাউন, যাদবপুর, গড়িয়া, পাটুলিতে। এইসব এলাকায় ঝোড়ো হাওয়াও শুরু হয়েছে। প্রবল বজ্রপাতের কারণে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে বিভিন্ন জায়গায়। হুগলির বৈদ্যবাটি এলাকায় এরকম ঘটনার খবর পাওয়া গিয়েছে। ঝড়বৃষ্টি শুরু হয়েছে চন্দননগরেও। বৃষ্টি শুরু হয়েছে বারাসত সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় এভাবে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার মধ্য রাতের বুলেটিনে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোচবিহার, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমানের কিছু অংশ, দক্ষিণ ২৪ পরগণা এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামবে। সঙ্গে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।