29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

রায়দীঘি সিংহেরচক বকুলতলা গ্রামে দুষ্কৃতীদের হাতে গলা কেটে খুন এক যুবক…

দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘী থানা অন্তর্গত রায়দিঘি সিংহেরচক বকুলতলা গ্রামে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে গলার নলি কেটে খুন হল এক যুবক। মৃত যুবকের নাম দিলীপ নাইয়া বয়স 36 পেশায় বিদেশে বিভিন্ন রকম কাজ। পিতা গোপাল নাইয়া।
মৃত ব্যক্তি বিবাহিত এবং তিন বছরে এক সন্তান আছে। মৃত ব্যক্তি এলাকায় থাকতো না প্রায় তিন মাস যাবত বিদেশে ছিল। বাড়িতে আসার পর কে বা কারা খুন করলো? তা কেউ বলতে পারছেন না। সকালে প্রাত ভ্রমণ করতে যাওয়ার সময় দেখতে পায় তার মা মাঠের একপাশে তাহার নলিকাটা অবস্থায় পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে রায়দীঘি থানায় খবর দেন এবং প্রশাসন এসে মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। ময়না তদন্তের পর বোঝা যাবে কি করে খুন হলো। এখন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

Leave a Comment