জলপাইগুড়ি: বৃহস্পতিবার জলপাইগুড়িতে ধূপগুড়ি উপ নির্বাচন প্রসঙ্গে জলপাইগুড়ি সার্কিট হাউসে ধূপগুড়ি উপ নির্বাচনের পুলিশ এবং সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আইএনডিআইএ লিখলেই দেশ ভক্ত হয়ে যায় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান মুজাহিদীনরাও ‘ইন্ডিয়া’ লেখে। তাঁরাও কি ‘ইন্ডিয়ান’? আগামী লোকসভা নির্বাচনে মোদীজির নেতৃত্বে চারশো আসন পার করবে দল। কৌশিক চন্দ্র নামের এক রাজ্য সরকারি আধিকারিক এবং বানারহাট থানার পুলিশ অফিসারকে ধূপগুড়ি উপ নির্বাচন থেকে সরিয়ে রাখার আবেদনও রাখেন তিনি।
							previous post
						
						
					
							next post
						
						
					