মহিষাদল থানার কাছে দুর্ঘটনার কবলে পড়ল একটি বেসরকারি স্কুল গাড়ি। স্থানীয় সূত্র খবর ,পুলকারটি রাজ্য সড়ক থেকে নেমে ঢালু রাস্তা দিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। ঠিক এমন সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে গিয়ে ধাক্কা মারে। জানা গিয়েছে ওই গাড়িটিতে ১৪-১৫ জন মত ছাত্র-ছাত্রী ছিল। তবে তাদরে মধ্যে কেউ বিশেষ জখম হয়নি।
							previous post
						
						
					
							next post
						
						
					