মুম্বই, ৩১ জানুয়ারি: ঘন কুয়াশার জন্য মহারাষ্ট্রের পালঘরে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। আজ, মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে পালঘর জেলার দাহনুতে। মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কের উপর।
জানা গিয়েছে, গুজরাত থেকে মুম্বই যাওয়ার সময় একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই গাড়িতে থাকা চার জন যাত্রীর মৃত্যু হয়। যদিও বাসের সব যাত্রীরা অক্ষত আছেন।
এদিকে পালঘর পুলিস জানিয়েছে, ঘন কুয়াশার মধ্যে গাড়িটি তীব্র গতিতে এসে বাসটিতে ধাক্কা মারে। ফলে দুমড়ে মুচড়ে যায় চার চাকার গাড়িটি। কিন্তু কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে, গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রুটি আছে কিনা।
previous post
next post